সুকুমার রায়ের ‘আশ্চর্য কবিতা’-এ ভক্ষণকারী শৃগাল থাকলেও চীনের ফলাহারে রয়েছে পুরুষ মানুষ! আর ফলটাও বাঁধা রয়েছে তাদের সহকর্মিণীদের বুকের কাছে! এভাবেই খেয়ে শেষ করতে হবে ঝোলানো ফল। যিনি আগে শেষ করবেন তিনিই হবেন বিজয়ী।
অনেক সংস্থাই কর্মচারীদের মধ্যে সৌহার্দ্য স্থাপনের জন্য নানা মজাদার স্পোর্টসের আয়োজন করে থাকে। কিন্তু সবাইকে পেছনে ফেলে অদ্ভুতভাবে নজির গড়ল চীন! গত ১৩ সেপ্টেম্বর চীনের একটি ওয়েবসাইটে এ প্রতিযোগিতার ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশিত হওয়ার পরে শোরগোল পড়ে দুনিয়া জুড়ে!
সে ভিডিওতে দেখা যাচ্ছে এই আজব ফলাহারের ইতিবৃত্ত। সেখানে একজন করে মহিলা আর পুরুষকে নিয়ে গড়ে উঠেছে একটি করে দল। মহিলা-কর্মীদের ঘাড়ের সঙ্গে বেঁধে দেওয়া হয়েছে এক গুচ্ছ আঙুর ফল। যা তাঁদের বুকের কাছে এসে ঝুলছে! আর পুরুষ-কর্মীরা চেষ্টা করে যাচ্ছেন হাত ব্যবহার না করে শুধু মুখ দিয়ে ফল টেনে নেওয়ার! যিনি যত কম সময়ে সবকটা আঙুর খেয়ে ফেলতে পারবেন, তিনিই জিতবেন! সঙ্গে জিতবেন সেই দলে থাকা তার সহকর্মিণীও! দেখুন সেই অবাক করা ফলাহারের ভিডিও-
বিডি প্রতিদিন/২০ সেপ্টেম্বর ২০১৬/হিমেল