ভারতে গোমূত্রের দাম নাকি গরুর দুধের চেয়ে বেশি। সেই ভারতেই গোমূত্র নিয়ে গবেষণার জন্য তৈরি হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়। ইতোমধ্যে গরুর দুধ, গোমূত্র ও গোবর নিয়ে ডিপ্লোমা ও গবেষণা চালুর জন্য হরিয়ানা সরকারকে প্রস্তাব দিয়েছে গৌসেবা আয়োগ। এছাড়া আয়োগের চেয়ারম্যান ভানি রাম মঙ্গলা এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিগগিরিই আলোচনা করবেন বলেও জানা গেছে।
ভানি রাম বলেন, আমরা গোবর ও গোচানা নিয়ে গবেষণা করতে চাই। এতে যুব সম্প্রদায়ের চাকরির সুযোগ বাড়বে। তাছাড়া গরু থেকে বেশি বেশি দুধও পাওয়া যাবে বলে দাবি তার।
বিডি-প্রতিদিন/ ২০ সেপ্টেম্বর, ২০১৬/ আফরোজ