ভারতের রাজকোটে বিয়ের প্রস্তাবে রাজি করাতে না পেরে মহিদা খাতুন নামে এক যৌনকর্মীকে কুপিয়ে খুন করেছে জয়দেব নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে গত সোমবার। জানা যায়, ২৫ বছর বয়সী মহিদা রাজকোট শহরের ভাবনগর এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। সেখানেই তিনি যৌনকর্মী হিসেবে কাজ করতেন।
জামনগরের বাসিন্দা জয়দেব শেট্টি নামের ২৫ বছর বয়সী যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। তিনি প্রায়ই মহিদার বাসায় ক্লায়েন্ট হিসেবে আসা-যাওয়া করতেন।
পুলিশ জানান, জয়দেব সোমবার মহিদাকে বিয়ের প্রস্তাব দিলে মহিদা রাজি হননি। পরে রাগান্বিত হয়ে ছুরি দিয়ে কুপিয়ে তাকে খুন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে জয়দেব। জানালা ভেঙে পালিয়ে যাওয়ার সময় বাড়ির মালিক টের পেয়ে জয়দেবকে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। মহিদা খাতুন গত চার বছর ধরে ওই বাড়িতেই ভাড়া ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার