বিশ্বের সর্বকনিষ্ঠ কম্পিউটার প্রোগ্রামারের তকমা পেল এক পাকিস্তানি বালক। বর্তমানে ব্রিটিশ নাগরিক সাত বছরের এই ক্ষুদেই আগামী দিনের দক্ষ প্রযুক্তিবিদ বলে মনে করছেন অনেকেই। তার নাম মোহাম্মদ হামজা শাহজাদ। ব্রিটেনের বার্মিংহামের হ্যান্ডসওয়ার্থের বাসিন্দা সে। তার বাবা অসীম এক আমেরিকান আইটি ফার্মে কর্মরত। বাবার কাছেই প্রোগ্রামিং-এর হাতেখড়ি হামজার। বড় হয়ে বিল গেটস হওয়ার স্বপ্ন তার।
এটাই প্রথমবার হামজার নামের পাশে কোন বিশ্ব রেকর্ডের তকমা লাগলো। এর আগেও গত বছর সবথেকে ছোট মাইক্রোসফট অফিস প্রফেশনাল হিসেবে গণ্য হয়েছিল সে। বয়স তখন মাত্র ৬। মাইক্রোসফটের সফটওয়্যার সংক্রান্ত একটি পরীক্ষা যেখানে সার্টিফিকেট পেতে গেলে ৭০০ পয়েন্ট পেতে হয়, সেখানের হামজার স্কোর ছিল ৭৫৭।
মাইক্রোসফটের এক কর্মকর্তা জানিয়েছেন, সাত বছরের হামজা সহজেই একটা ওয়েব অ্যাপ তৈরি রতে পারে। তৈরি করতে পারে শপিং কার্ট অ্যাপও। আর গেম অ্যাপ তৈরি করে সবথেকে আনন্দ পায় সে। মেমোরি ম্যানেজমেন্ট, ডেটা স্ট্রাকচার ইত্যাদি কঠিন বিষয়ও সহজেই বুঝিয়ে দিতে পারে এই বিস্ময় বালক। এমনকি অনেক অভিজ্ঞ প্রোগ্রামারের থেকে দক্ষ ভঙ্গিতে এসব বিষয়ে উত্তর দিতে পারে হামজা।
সম্প্রতি হামজার পুরো পরিবার লন্ডনে থাকতে শুরু করেছে। বর্তমানে নিজেই একটি কম্পিউটার গেম তৈরিতে মন দিয়েছে সে। হামজা জানিয়েছেন ৩০টা ক্লিক করেই জিতে যেতে পারবেন, এমনই একটা গেম তৈরি করছে সে।
বিডি প্রতিদিন/হিমেল