মানুষের শখের যেন কোন শেষ নেই! কদিন আগেই মিডিয়ায় তোলপাড় হলো লন্ডনের নগ্ন রেস্তোরাঁ নিয়ে। এবার ইন্দোনেশিয়ায় হদিশ পাওয়া গেল আজব আরেক রেস্তোরাঁর। সুস্বাদু বিভিন্ন ধরনের ডিশ পাওয়া যায় এখানে। কিন্তু, এখানে যে পাত্রে খাবার রাখা হয়, সেই পাত্রগুলো দেখতে ল্যাট্রিন প্যান, কমোড-সদৃশ। এই রেস্তোরাঁর নামও রাখা হয়েছে 'জামবান ক্যাপে'। যার অর্থ টয়লেট।
এর পেছনে অবশ্য মহান উদ্দেশ্য রয়েছে রেস্তোরাঁটির। মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করাই মূল উদ্দেশ্য এই হোটেলটির। সেই সঙ্গে টয়লেট ব্যবহার করার প্রয়োজনীয়তা বোঝানোর জন্যই এমন অভিনব ভাবনা। আর এমন ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই সুস্বাদু খাবার রাখার পাত্রগুলোর আকার ল্যাট্রিন প্যানের আদলের।
বিডি-প্রতিদিন/এস আহমেদ