কথায় তো আছে, সংসার সুখের হয় রমণীর গুণে। দেখুন কোন কোন রাশির জাতিকারা রয়েছে এই তালিকায়।
১) কর্কট: অত্যন্ত আবেগপ্রবণ হন। সঙ্গীর জন্য থাকে নিখাদ ভালোবাসা। তাকে আপনি রানির মতো রাখলে, তিনিও আপনাকে রাজার মতো রাখবেন। যাঁকে ভালোবাসবেন, তার জন্য সব কিছু করতে পারেন। 'হোম সুইট হোম' বানানোর জন্য এই রাশির জাতিকারা একেবারে আদর্শ।
২) মেষ: যদি আপনি এই রাশির জাতিকাকে বিয়ে করেন, তবে একটা ব্যাপার মনে রাখবেন এরা নিজের পছন্দের পুরুষকে একটু মার্জিত হিসাবে দেখতে পছন্দ করেন। এরা অত্যন্ত সবল মনের অধিকারিনী হন। এরা যার পাশে দাঁড়াবেন, তাকেও নিজের মতো শক্তিশালী করে তুলবেন।
৩) সিংহ: এই রাশি যোদ্ধার প্রতীক। ফলে এই রাশির জাতিকারা যোদ্ধার মতোই শক্ত মনের হন এবং সময় বিশেষে এরা একটু কঠোর হতে পারেন। নিজেরা শক্ত মনের অধিকারিনী হন বলে সবল মনের পুরুষদেরই পছন্দ করেন। এদের ভালোবাসায় কোনও খাদ থাকে না।
তাই এইসব রাশির জাতিকা যদি আপনাকে পছন্দ করেন, জানবেন আপনি 'স্পেশাল'।
বিডি-প্রতিদিন/ ২৪ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন