বর্তমানে বিশ্বজুড়ে বইছে সেলফি জ্বর। একাজে তরুণ-তরুণী ও কিশোর-কিশোরীরা এতটায় মগ্ন থাকে যে প্রাণ যাওয়ারও খবর পাওয়া যায়। কিন্তু তাতেও পিছপা হয় না মানুষ। এবার সেলফি তুলতে গিয়ে ভারতের রাজস্থানে সাপের কামড় খেল এক যুবক।
শুক্রবার রাজস্থানের মাউন্ট আবুর এক বেসরকারি হোটেলে দেখতে পাওয়া যায় এক পাইথনকে। হোটেলের পক্ষে থেকে খবর পাওয়ার পর বনকর্মীরা এসে পাইথনটি উদ্ধার করে। আর নিয়ে যাওয়ার সময়ই সেই ভয়ানক ঘটনাটি ঘটে। হঠাৎ ভিড় থেকে এগিয়ে আসেন এক ব্যক্তি। মোবাইল আকাশে তুলে ‘সেলফি’ তুলতে যান সাপটির সঙ্গে। তখনই রেগে গিয়ে তার কাঁধে কামড় বসিয়ে দেয় পাইথনটি।
বন অধিদফতরের কর্মীদের হাতে ধরা ছিল পাইথনটি। তাই তেমন একটা শারীরিক ক্ষতি হয়নি ‘সেলফি’ প্রেমিকের। এ যাত্রায় অন্তত প্রাণে বেঁচে গিয়েছেন তিনি।
বিডি-প্রতিদিন/২৫ সেপ্টেম্বর, ২০১৬/মাহবুব