দ্বিতীয়বার বিয়ে করার অপরাধে স্বামীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেছে প্রথম স্ত্রী। ভারতের জম্মুর কাথুয়া জেলার বানি শহরে এই ঘটনা ঘটে।
অ্যাসিডে নিক্ষেপ করতে গিয়ে ওই স্ত্রীও দগ্ধ হয়েছেন। তাদের দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
১০ বছর আগে শামিমা আখতারের সঙ্গে বিয়ে হয় মহম্মদ দীনের। কয়েকদিন আগেই অন্য এক নারী সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে মহম্মদের। কিন্তু প্রথম স্ত্রী থাকা সত্বেও প্রেমিকাকে বিয়ে করেন তিনি। এতেই ক্ষিপ্ত হয়ে স্বামীর গায়ে অ্যাসিড নিক্ষেপ করেন শামিমা। এই কাজে তাকে সাহায্য করে মহম্মদের মেয়ে ও দুই সঙ্গী।
অ্যাসিড নিক্ষেপ করতে গিয়ে তা শামিমার গায়েও লাগে। ফলে দু’জনকেই সরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷
শামিমার অবস্থা স্থিতিশীল হলেও মহম্মদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শামিমা, তার মেয়ে ও দুই সঙ্গীর বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
সূত্র : সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম