গায়ের দুর্গন্ধ নিয়ে বারবার খোঁটা দেয়ায় প্রেমিকাকে খুন করেছেন ভোলা নামে এক যুবক। ঘটনাটি ঘটছে ভারতের পটনার বিষ্ণুপুরে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে দেশটির বিহারের রাজাবাজার এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মৃত প্রেমিকার নাম সুমনা (২৫) (নাম পরিবর্তিত)। তিনি বিবাহিত ছিলেন। তাঁর ৭ বছর বয়সী একটি সন্তানও আছে। কিন্তু, তিনি তাঁর স্বামীর সঙ্গে থাকতেন না। প্রেমিক ভোলার সঙ্গেই থাকতেন।
তবে প্রেমিক ভোলার শরীর থেকে দুর্গন্ধ বের হত যা সহ্য করতে পারতেন না সুমনা। তাই তিনি বারবার সেটা নিয়ে খোঁটা দিতেন ভোলাকে। একই কথা বারবার বলায় সহ্য হয়নি ভোলার। ফলে সুমনাকে শ্বাসরোধ করে খুন করে ঘরের মধ্যেই তালাবন্ধ করে পালিয়ে যায় সে।
কয়েকদিন পর প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরে তদন্তের মাধ্যমে এই ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় ভোলাকে গ্রেফতার করে পুলিশ।
বিডি-প্রতিদিন/২৬ সেপ্টেম্বর, ২০১৬/এনায়েত করিম