বন্ধ্যাত্বের অভিশাপ থেকে মুক্তির সুযোগ মাত্র দু'টাকায়! শাপমুক্তির মন্ত্রের নাম 'ইন্ট্রা ইউটেরাইন ইনসেমিনেশন’ বা আইইউআই'। এই পদ্ধতিতে শুক্রাণুর সংখ্যা কম থাকা পুরুষরাও বাবা হতে পারবেন।
মঙ্গলবার দুপুর দেড়টায় ভারতের পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ক্লিনিকটির উদ্বোধন করবেন বিশিষ্ট টেস্ট টিউব বিশেষজ্ঞ ডা. বৈদ্যনাথ চক্রবর্তী। গাইনি বিল্ডিংয়ের পাঁচতলায় খুলছে এই ক্লিনিক।
ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের প্রধান ডা. আরতি বিশ্বাস জানান, শারীরিক নানা সমস্যার কারণে অনেক মানুষ সন্তান লাভ করতে পারেন না। কখনও দেখা যায় পুরুষের বীর্যের মধ্যে শুক্রাণুর সংখ্যা কম। কখনও স্ত্রীর জরায়ুতে অনুকূল পরিবেশের অভাব। অথচ ফ্যালোপিয়ান টিউব ঠিক রয়েছে। এসব ক্ষেত্রে ‘আইইউআই’ করলে ভাল ফল হয়'।
মঙ্গলবারই এক দম্পতির ওপর প্রয়োগ করা হবে এই পদ্ধতি। মেডিকেল শিক্ষার্থীদের দেওয়া হবে ‘লাইভ ডেমোনস্ট্রেশন’। সফল হলে ইতিহাস তৈরি হবে সরকারি স্বাস্থ্য পরিসেবায়। কারণ, এখন পর্যন্ত ভারতের কোনও সরকারি হাসপাতাল এই অত্যাধুনিক পদ্ধতি প্রয়োগ করেনি। সেক্ষেত্রে ন্যাশনালই হবে পথিকৃৎ।
বিডি-প্রতিদিন/ ২৭ সেপ্টেম্বর, ২০১৬/ সালাহ উদ্দীন