মেয়েদের অনুভূতি চরমে পৌঁছে যায়- ভালবাসার মানুষটি যখন একসঙ্গে সারাজীবন কাটানোর প্রস্তাব দেয়। হয়তো তখন এক মুহূর্তের জন্য হলেও স্বর্গীয় অনুভূতিটা অনুভব করে থাকেন মেয়েরা। তাইতো অনেক সময় দেখা যায়, বিয়ের প্রস্তাব পেয়ে কেঁদে ফেলেন মেয়েরা। অনেক সময় হয়তো হেসে খুন হয়ে যান। আবার অনেকে ঠিক কী করবেন বুঝে উঠতে পারেন না। কিন্তু জার্মান মডেল বেনিটেজ বিয়ের প্রস্তাব পেয়ে যা করলেন তা রীতিমতো চমকে যাওয়ার মতো! জানা যায়, বিয়ের প্রস্তাব পেয়ে চূড়ান্ত আনন্দ ও উৎসাহে জ্ঞান হারালেন তিনি।
সূত্রে জানা যায়, বিয়ের প্রস্তাব পেয়ে হঠাৎ করেই মাটিতে লুটিয়ে পড়েন এই মেক্সিকান মডেল। প্রথমে সকলে ভেবেছিলেন হয়তো মজা করেই অজ্ঞান হওয়ার ভান করছেন তিনি। কিন্তু বেশ কিছুক্ষণ অজ্ঞান হয়ে থাকার ফলে তার প্রেমিক বুঝতে পারেন- মজা না, সত্যিই জ্ঞান হারিয়েছেন তিনি।
এরপর ওই মডেল নিজেই পুরো ঘটনার বিবৃতি ফেসবুকে জানান এবং নিজের বিয়ের কথা ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/এ মজুমদার