মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সিরিয়ায় সাধারণ নাগরিকদের কী অসহনীয়, অসহায় অবস্থা। মৃত্যু তার বিষাক্ত ফণা তুলেই রেখেছে।
মর্মস্পর্শী এই ভিডিওতে ধরা পড়েছে একজন 'হোয়াইট হেলমেট' স্বেচ্ছাসেবী একটি ধুলোমাখা শিশুকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছেন। দীর্ঘ কয়েক ঘণ্টা ধরে অপারেশন চালিয়ে আহত শিশুটিকে ধ্বংসস্তূপ থেকে তারা বের করে আনেন।
ইউটিউবে পোস্ট করা বাচ্চাটির এই ভিডিওর সঙ্গে কিছুদিন আগে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়া আরও এক ভিডিওর অনেক মিল রয়েছে। সেই বাচ্চাটি ঘটনার আকস্মিকতায়, মৃত্যুমুখ থেকে ফিরে নির্বাক হয়ে পড়েছিল। তবে, ক্ষতের যন্ত্রণা বেরিয়ে এসেছে বাচ্চাটির কান্নায়।
গত বৃহস্পতিবার সিরিয়ার ইদলিব প্রদেশে ধারণ করা হয় এই ভিডিওটি।
হোয়াইট হেলমেটের স্বেচ্ছাসেবীরা অভিযোগ করেন, আলেপ্পোয় তারাই এখন সিরিয়া সরকারের নিশানায়। তাঁদের দাবি, পূর্ব আলেপ্পোয় আকাশ থেকে রীতিমতো বোমাবর্ষণ চলছে।
ডাক্তারদের হিসেব অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে সিরিয়ার আলেপ্পোয় কমপক্ষে ২৭৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৯৬ জনই শিশু। হাসপাতালগুলোও বিমানহামলার হাত থেকে রেহাই পাচ্ছে না।
বিডি-প্রতিদিন/ ০১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন