শপিং করে বিপাকে পড়েছেন ভারতের এক আইএএস অফিসারের স্ত্রী। ১০ লাখ টাকার শপিং করায় মধ্যপ্রদেশের আইএএস অফিসারের স্ত্রীকে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর।
এদিকে, আইএএস অফিসারের দাবি, ‘কম্পালসিভ বাইং ডিসঅর্ডার’ নামক মানসিক সমস্যায় ভোগার কারণেই হুটহাট শপিং করে ফেলেন তার স্ত্রী। আর এ কারণে মাঝে মাঝে বিপাকেও পড়তে হয়।
অনলাইনে যারা শপিং করেন, তাদের নজরে রাখার জন্য একটি বিশেষ সফটওয়্যার রয়েছে আয়কর দফতরের। কোনো ব্যক্তির অনলাইন শপিংয়ের বহর দেখে তারা বুঝে নিতে পারে সেই ব্যক্তির আনুমানিক আয় কত হতে পারে। তারপর সেই টাকার পরিমাণ তার ট্যাক্স রিটার্নের সঙ্গে মিলিয়ে দেখা হয়। আয়কর দফতর সূত্রে খবর, অনলাইনে শপিং করেছিলেন ওই অফিসারের স্ত্রী। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে অর্থের পরিমাণ মেলানোর পরই নোটিশ পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/ ০২ অক্টোবর, ২০১৬/ আফরোজ