টয়লেটটি চলে সৌর শক্তিতে। এতে আছে পানির এটিএম, যাতে মিলবে পানযোগ্য পানিও! আছে ভেন্ডিং মেশিন। এ মেশিনের মাধ্যমে মিলবে স্ন্যাকস ও স্যানিটারি ন্যাপকিনও। আর এটিকেই দাবি করা হচ্ছে স্মার্ট টয়লেট হিসেবে।
রবিবার দিল্লিতে টয়লেটটির উদ্বোধন করা হয়। ভারতে এখন চলছে 'স্বচ্ছ ভারত' অভিযান। এ কর্মসূচির মূল লক্ষ্য ভারতকে পরিস্কার পরিচ্ছন্ন করে তোলা। এজন্যই নানা কর্মসূচি হাতে নিয়েছে ভারত সরকার। এ কর্মসূচির দ্বিতীয় বর্ষপূর্তিতে প্রথম ওই স্মার্ট টয়লেটের উদ্বোধন করা হয়। এটি নির্মাণে সহায়তা দিয়েছে দিল্লির মিউনিসিপাল কাউন্সিল।
দিল্লির মিউনিসিপাল কাউন্সিলের চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, পুরো ভারতেই এরকম ডিজাইনের আরো টয়লেট নির্মাণ করা হবে। তার দাবি, দক্ষিণ এশিয়ার অনেক দেশই নাকি এ প্রজেক্টের প্রশংসা করেছে।
বিডি প্রতিদিন/৩ অক্টোবর, ২০১৬/ফারজানা