ইসলাম ধর্মে বিধান অনুযায়ী নারীদের কমন পোশাক হল বোরখা। বিভিন্ন ইসলামিক দেশের নারীরা সেই নিয়মই অনুসরণ করে চলছে। তবে এবার একটু ব্যাতিক্রমী খবর পাওয়া গেল। যেসব নারীর চোখ সুন্দর তাদের চোখও এখন থেকে ঢেকে রাখতে হবে। সুন্দরী নারীদের চোখের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব।
এই সপ্তাহের শুরুতেই এই নিষেধাজ্ঞা এনেছে সৌদি সরকার। শুধু নিষেধাজ্ঞা জারি করেই ক্ষান্ত হয়নি দেশটি। সেইসঙ্গে জারি করা হয়েছে আইনও। নতুন এই আইনে যেসব মেয়ে বা নারীর চোখ সুন্দর ও আকর্ষণীয়, তাদের চোখ ঢেকে রাখতে হবে। বোরখা পরলেও শুধু চোখদুটো বের করে রাখা যাবে না। হিজাবের উপর ভেইল বা পর্দাটা রাখতেই হবে। কারণ হিসেবে বলা হয়েছে, নারীদের আকর্ষণীয় সুন্দর চোখ নাকি পুরুষের বিপথের কারণ।
বিডি প্রতিদিন/ ৫ অক্টোবর ২০১৬/হিমেল