বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার নামের আমেরিকার বিমানটিতে যাত্রী ধারণক্ষমতা ছিল ২৪২-৩৩৫। দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমানে তিন শ্রেণিতে আসন বন্টনব্যবস্থা ছিল। তবে বাণিজ্যিক এ বিমানটি এবার নতুন রূপে গ্রাহক সেবা দিবে, যার ধরন শুনলে আপনি চমকাতে বাধ্য।
বলা হচ্ছে, বোয়িং ৭৮৭ বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বিমানে পরিণত হতে যাচ্ছে। বিমানটিতে এবার থেকে মাত্র ৪০ জন যাত্রীকে নির্দিষ্ট সময়ে সেবা দেবে। এতে যাত্রীদের জন্য থাকছে ব্যক্তিগত লাউঞ্জ, মাস্টার বেডরুম, পাঁচটি বাথরুম, ডাইনিং, ড্রেসিং রুম, ৪২'' টেলিভিশন ও পড়াশুনার কক্ষ ।
সাধারণ বিমান হিসেবে পরিচিত ৭৮৭-এর একেবারে খোলনলচেই পাল্টে দিয়েছে কেস্ট্রাল এভিয়েশন ম্যানেজমেন্ট। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারকে এমনভাবে সুসজ্জিত করেছে যে এর ভেতরে প্রবেশ করার পর মনে হবে, কোনো বিমান নয়, বরং ব্যয়বহুল পাখাওয়ালা পেন্টহাউজ অ্যাপার্টমেন্টে প্রবেশ করছেন আপনি। বিমানটির অন্দরসজ্জার দায়িত্বে আরো ছিলেন, ইয়েট ও ডিজা্ইন স্পেশালিস্ট পিয়েরেজিয়ান।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৬/ফারজানা