আকাশে উড়ে এক অসম্ভবকে সম্ভব করে দেখালেন অস্ট্রেলিয়ার এক প্রাক্তন কমার্শিয়াল পাইলট ডেভিড মায়ম্যান। পূর্ব লন্ডনে টেমস নদীর উপরে ৪ মিনিট ধরে ৩০ মিটার উচ্চতায় উড়ে বেড়ালেন তিনি। জানা যায়, আকাশে উড়ার জন্য ডেভিড মায়ম্যান ‘জেটপ্যাক’ নামে একটি প্রযুক্তি ব্যবহার করেন। আর এমন প্রযুক্তির ‘জেটপ্যাক’টি ২০১৯ সালে বাজারে আনার কথা ডেভিড মায়ম্যান'র।
এর আগে এটি ছিল ‘ট্রায়াল রান’। ‘ব্যাকপ্যাকের’ মতো ‘জেটপ্যাক’-কে পিঠে বেঁধে নিতে হয়। আর দুই হাতে থাকে গিয়ার এবং কন্ট্রোলার। এ ভাবেই নিয়ন্ত্রিত হয় ‘জেটপ্যাক’। ‘জেটপ্যাক অ্যাভিয়েশন’ নামে অ্যাভিয়েশন ডিজাইনার নেলসন টাইলারের সঙ্গে একটি সংস্থাও খুলেছেন ডেভিড।
ডেভিড মায়ম্যানের জানান, ইতিমধ্যেই আমেরিকার স্পেশাল ফোর্স'র জন্য এমন কিছু ‘জেটপ্যাক’ সরবরাহের জন্য চুক্তি হয়েছেন। আর এ রমক একটি ‘জেটপ্যাক’-এর দাম পড়বে ২,৫০,০০০ মার্কিন ডলার।
বিডি প্রতিদিন/এ মজুমদার