নাম তার রবার্ট অ্যালমান। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মারফিসবরোর বাসিন্দা এই সিনিয়র সিটিজেন সম্প্রতি ১০০ বছরে পা রেখেছেন। সেই সাথে দেখালেন দু:সাহসের পরাকাষ্ঠা। এই বয়সে এসে আকাশ থেকে প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়ার ইচ্ছে জাগে তার।
যেমন ইচ্ছে তেমনই কাজ। গত ২১ অক্টোবর সেটা করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন। একাজে তার ইনস্ট্রাক্টর হিসেবে ছিলেন ‘স্কাইডাইভ টেনেসি’র ড্যান রবার্টসন। USA TODAY তাকে নিয়ে ফলাও করে প্রতিবেদনও করল। সে প্রতিবেদনের শিরোনাম: ‘Man goes skydiving day after 100th birthday’
প্যারাসুট নিয়ে আকাশ থেকে সফলভাবে ঝাঁপিয়ে মাটিতে নেমে আসবার পর জীবনের শতবর্ষ পাড়ি দেওয়া রবার্ট অ্যালমান সাংবাদিকদের বললেন: “ব্যাপারটা ভয় পাবার মতো কিছু ছিল না, আকাশ থেকে লাফ দিলে তোমাকে নিচে পড়তেই হবে। তাতে তুমি বাঁচবে বা মরবে। এক্ষেত্রে কিছুই করার নেই তোমার।’’
তিনি আরও বলেন, ‘‘ব্যাপারটা কতো না সুন্দর ছিল। আকাশের দিকে তাকিয়ে দেখে... মনে হচ্ছে কে যেন তুলির আঁচড়ে এঁকে দিয়েছে। ’’ দেখুন সেই ঘটনার ভিডিওটি-
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর ২০১৬/হিমেল