ফ্র্যাঙ্কো নোরিগার জন্মসূত্রে পেরুর নাগরিক হলেও বর্তমানে আমেরিকায় থাকেন তিনি। পেরুভিয়ান এই ‘শেফ’ নেট জগতের নতুন ‘হট কেক’। ফ্র্যাঙ্কো প্রথমে ভেবেছিলেন নায়ক হবেন। যদিও সুঠাম দেহের অধিকারী ফ্র্যাঙ্কো নায়ক না হতে পারার তেমন কোন কারণও ছিল না। জানা যায়, কয়েকবার মডেলিংও করেছেন তিনি।
কিন্তু রান্নার শখ ফ্র্যাঙ্কো নিয়ে যায় ‘কলিনারি স্কুলে’র দোরে। তাই বলে জনপ্রিয়তায় কোন ভাটা পড়েনি ‘হ্যান্ডসম শেফ’ ফ্র্যাঙ্কোর। তার অভিনব স্টাইলে রান্না শেখানোর ভিডিওর সুবাধে তিনি এখন ইন্টারনেট 'ভাইরাল'। ফ্র্যাঙ্কো অনাবৃত দেহে নারীদের রান্না শেখান। যা দেখতে উৎসুক হয়ে পড়েছেন নারীদের অনেকেই।
বিডি প্রতিদিন/এ মজুমদার