যেকোনো সামাজিক অনুষ্ঠান, বিয়েবাড়ি, বন্ধুদের জমায়েত বা সুন্দর কোনো জায়গার সামনে দাঁড়িয়ে একা বা কয়েকজন মিলে মোবাইল ফোন আর ডিজিটাল ক্যামেরায় নিজেরাই নিজেদের ছবি তোলাকে বলে সেলফি! বর্তমান ফ্যাশন হয়ে গেছে সেলফি। সেলফির হুজুগে মেতে সবাই।
সাম্প্রতিককালে রাস্তা, শপিং মলে, রেললাইনের ধার থেকে খাদের ধার-আগ্নেয়গিরির সামনেও সেলফি তুলতে দেখা যাচ্ছে অনেকেই। এমনই সেলফি ম্যানিয়ার উদাহরণ হলেন অ্যাঞ্জেলা নিকোলউ। রুশ এই সুন্দরীর সেলফি দেখে, তাকে সবচেয়ে বিপজ্জনক সেলফি আখ্যা দিয়েছে সোশাল মিডিয়া। ইনস্টাগ্রামে অ্যাঞ্জেলার সেলফি অবাক করে দিয়েছে সবাইকে।
ইনস্টাগ্রামে অ্যাঞ্জেলা নিজের সম্পর্কে লিখেছেন, ‘নো লিমিটস, নো কন্ট্রোল’। তার ছবিগুলো ওই ধারণাকেই প্রমাণ করে। কোনো অতিরঞ্জিত নয়, সত্যিই অত্যন্ত ঝুঁকি নিয়ে তোলা এই ছবিগুলোই ইনস্টাগ্রামে স্টার বানিয়েছে অ্যাঞ্জেলাকে।
শুধু সেলফি নয়, আকাশ ছুঁতে চাওয়া অ্যাঞ্জেলার অন্য ছবিগুলোও অত্যন্ত জনপ্রিয় হয়েছে সোশাল মিডিয়ায়। ইনস্টাগ্রামে অ্যাঞ্জেলার ফলোয়ার সংখ্যা প্রায় সাড়ে ৩ লাখ।
বিডি প্রতিদিন/ ৩১ অক্টোবর ২০১৬/ এনায়েত করিম-২