বাড়িতে দীর্ঘদিন ধরে ছাত্রকে যৌন হয়রানির করার দায়ে ১০ বছরের জেল হল এক শিক্ষিকার ৷ ঘটনাটি ঘটেছে আমেরিকার স্ট্র্যাটফোর্ড এলাকায়৷ ওই স্কুল শিক্ষিকা বাড়িতে পড়াতে আসতো ওই স্কুল ছাত্রটিকে৷ এরপর তার সঙ্গে বিভিন্ন সময় অসভ্য আচরণ করতো বলে জানা যায়।
ছাত্রটির পরিবার পুলিশের কাছে দাবি করেছে যে, গত দুই বছরে কম পক্ষে ২০ থেকে ২৫ বার জোর করে ২৯ বছরের ওই মহিলা স্কুল ছাত্রটিকে যৌনক্রিয়া করতে বাধ্য করে৷ যৌন লালসার জন্য ওই ছাত্রকে বিভিন্ন সময় একাধিক বিষয়ের লোভ দেখাতো বলেও অভিযোগ করেছেন তারা৷ অনেক সময় ছাত্রটি ওই মহিলা ভয় দেখাতো বলেও জানা যায়৷
এদিকে ছাত্রটি আদালতে জানিয়েছে, বাড়িতে কেউ না থাকলেই জামা খুলতে নির্দেশ দিতেন শিক্ষিকা৷ তারপর চলতো নির্যাতন৷তবে দীর্ঘদিন ধরে তার উপর নির্যাতন চললেও সে কখনোই পরিবারের কাউকে এবিষয়টি ভয়ে কখনও বলতে পারেনি৷ পরে সোশ্যল নেটওয়ার্ক সাইটে এক সমাজকর্মীর সঙ্গে তার আলাপ হলে তাকে গোটা বিষয়টি খুলে বলে সে৷
এরপরেই কয়েকমাস আগে শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে ছাত্রের পরিবার৷ সেই অভিযোগের ভিত্তিতেই মামলা শুরু করে পুলিশ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতে আমেরিকার এক নিম্ন আদালত অভিযুক্ত ওই শিক্ষিকাকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয়৷
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/তাফসীর-৬