যাত্রী টানতে বিমানসেবা প্রতিষ্ঠানগুলো নানা পন্থা অবলম্বন করে। যত দিন যাচ্ছে, এই সেবায় প্রতিযোগিতা যেমন বাড়ছে, তেমনি যাত্রী আকর্ষণে প্রতিষ্ঠানগুলোর ইদুর দৌঁড়ও বাড়ছে। সেই সঙ্গে আসছে নতুন নতুন চমক। যাত্রী আকর্ষণে কিছু সংস্থা এমন কিছু নিয়ম চালু করেছে যা অভিনব তো বটেই, কিছুটা বিচিত্রও।
কয়েকটি বিমান সংস্থা তো যাত্রী আকর্ষণে বিমানবালাদের শুধু বিকিনি পরা বাধ্যতামূলক করেছে। এরমধ্যে থাইল্যান্ডের একটি বিখ্যাত বিমান সংস্থাও রয়েছে। তবে জার্মানির একটি বিমান সংস্থা তো আরেক ধাপ এগিয়ে বিমানের যাত্রী, চালক ও বিমানবালাদের পুরো পোশাকই খোলার ব্যবস্থা করেছে।
২০০৮ সালে জার্মানির বিমান সংস্থা 'ট্যা রিচেস্ট' তাদের যাত্রীদের জন্য একটি বিশেষ রুটে চালু করে এক পরিষেবা। সেই পরিষেবা অনুসারে যাত্রীরা আরফুর্ট থেকে বাল্টিক সি-এর একটি রিসোর্টে যাওয়ার জন্যই ওই পরিষেবাটি পাবে। সেখানে যাত্রীরা বিমানে সম্পূর্ণ নগ্ন হয়েই উঠতে পারেন। এখানেই শেষ নয়, গোটা রাস্তাটাই তারা বিমানে নগ্ন অবস্থায়ই সফর করতে পারবেন। ওই রিসোর্টেও তারা ওই একই অবস্থায় থাকতে পারেন বলে সংস্থার তরফে জানা গেছে।
ভিডিও:
বিডি-প্রতিদিন/এস আহমেদ/০২