এয়ারলাইন্স লুফথানসা’র কর্মী জার্মানির অলিভিয়া সিভার্সের জীবনের গল্পটি আসলেই অন্যরকম। চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিলেন মন্যুষ্বত্য এর কাছে সব কিছুই হার মানে। তিনি একটি আশ্রয়হীন কুকুরকে সুদূর আর্জন্টিনা থেকে জার্মানিতে এনে নিজের ঘরে জায়গা দিয়েছেন। অনন্য এই ভালোবাসা দেখিয়ে বিরাট সংখ্যক মানুষের মনকে মায়াময় করেছেন অলিভিয়া। সেই সঙ্গে বিশ্বব্যাপী সামাজিক মিডিয়া ব্যবহারকারীদের মন জয় করেছেন।
ঘটনার শুরু হয় গত ফেব্রুয়ারি মাসে। অলিভিয়া যখনই ফ্লাইটে আর্জেন্টিনায় যাচ্ছিলেন, তখনই তার হোটেলের বাইরে একটি আশ্রয়হীন কুকুরের মুখোমুখি হয়েছিলেন। দেশটির রাজধানী বুয়েনস আয়ারস্ ভ্রমণের সময় প্রতিবারই কুকুরটিকে তার জন্য অপেক্ষা করতে দেখেন অলিভিয়া।
তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল, চারপেয়ি প্রাণীটি একজন মানুষ বন্ধু খুঁজছিল। তার চার পা’কেও প্লেনের পাখা মনে হয়েছে আমার কাছে’।
অবশেষে কুকুরটির জেদি অধ্যবসায়ের জয় হয়েছে। সম্প্রতি স্বর্ণকেশী অলিভিয়া কুকুরটিকে জার্মানিতে তার বাড়িতে দত্তক হিসেবে নিয়ে গেছেন। স্প্যানিশ ভাষায় আশ্রয়হীন ককুরটির নাম ‘রুবিও’ রেখেছেন তিনি।
অলিভিয়ার এ গল্প অনলাইনে পড়ে অভিভূত হয়েছেন দীর্ঘদিনের এক প্রাণী অধিকার কর্মী। তিনি আশা প্রকাশ করেছেন, এর প্রতিক্রিয়ায় অন্যদের অভয়াশ্রম থেকে কুকুর দত্তক নিতে উৎসাহিত করবে।
বিডি-প্রতিদিন/৩১ অক্টোবর, ২০১৬/তাফসীর-২১