ভাঙা রাস্তার যন্ত্রণায় নাজেহাল অধিবাসীরা। প্রশাসনকে বলে কোন ফল না পেয়ে এক অভিনব প্রতিবাদের রাস্তা বেছে নিলেন এক তরুণী মডেল। রাস্তার খানাখন্দে জমে থাকা পানিতে গোসল করে সারা বিশ্বকে তিনি জানিয়ে দিলেন তার শহরের রাস্তার বেহাল দশার কথা। খবর সংবাদ প্রতিদিনের।
ঘটনা থাইল্যান্ডের। যে এলাকায় বাস করেন ওই তরুণী সেখানকার রাস্তা বহুদিন ধরেই বেহাল। কিন্তু কোনও মেরামতির পদক্ষেপ নেয়নি প্রশাসন। এরপরই এ চমকপ্রদ কাজ করেন তিনি। রাস্তার জমা পানিতে গোসল করার ছবি তুলে তা ছড়িয়ে দেন সে দেশের সোশ্যাল মিডিয়ায়। আর এরপরই নড়েচড়ে বসে সে দেশের প্রশাসন।
তরুণী ওই মডেলকে রাস্তা সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ৩১ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন-১১