রাশিয়া শত্রুপক্ষকে ধোঁকা দিতে কাপড়ের তৈরি কিছু সংখ্যক যুদ্ধযান সাজিয়ে রেখেছে। বায়ুপূর্ণ অস্ত্র ও যুদ্ধযানগুলো বিমান থেকে একেবারে আসল যুদ্ধযান বলেই মনে হয়। সম্প্রতি কাপড়ের তৈরি এই যুদ্ধযানগুলো রাশিয়ান মিলিটারিতে যোগ করা হয়েছে। রাসবাল নামের একটি কম্পানি বিক্রি করছে রাশিয়ান মিগ-৩১, টি-৮০ এবং এস-৩০০ মিসাইল সিস্টেম নামের এই যুদ্ধযানগুলো। যেগুলো হট এয়ার বেলুন বা বাউন্সি ক্যাসেলের মতোই।
যুদ্ধক্ষেত্রে ভদ্রলোকের চুক্তি বলতে কোনো কথা নেই। যুদ্ধক্ষেত্রে এই যানগুলো শত্রুদের চোখে বেশ ধুলো দিতে সক্ষম। রাশিয়ার মিনিস্ট্রি অব ডিফেন্সের কাছে এগুলো হস্তান্তর করা হবে বলে জানান রাসবালের পরিচালক মারয়িা ওপারিনা।
জানা যায়, এই যানগুলো বানানো হয়েছে শুধু কাপড় দিয়েই। বিশেষ ধরনের কাপড়ে তৈরি যানগুলো সত্যিকার যানগুলোর মতোই দাঁড়িয়ে থাকতে পারে। এতে কোন রাবারও ব্যবহার করা হয়নি। নির্মাতা প্রতিষ্ঠান কেবল বায়ুপূর্ণ মিলিটারি পণ্যই বানাচ্ছে তা নয়, বাউন্সি ক্যাসলের মতো অন্যান্য মজার জিনিসও তৈরি করছে তারা।
বিডি প্রতিদিন/এ মজুমদার/15