ইচ্ছে থাকলেই উপায় হয়। আর বিজ্ঞানের কল্যাণে এখন প্রায় সবই সম্ভব হয়। এমনকী যৌন চাহিদা পূরণ করার জন্য স্বয়ংক্রিয় রোবটও পাওয়া যায়। কিন্তু, মানুষের সব চাহিদা রোবট পূরণ করতে পারে না। সব না পারলেও অনেকটাই পারে। এই পারার মাপকাঠিতেই আরও একধাপ এগিয়ে গিয়েছে অ্যাবিস ক্রিয়েশনের ‘রেড ডল’।
নতুন এই রিয়েলিস্টিক রোবটগুলি বাজারে আসবে ২০১৭ সালে। যাতে থাকছে স্বয়ংক্রিয় যৌনাঙ্গ। যা মানুষের শরীরের তাপমাত্রা বুঝে কাজ করবে এবং উপভোক্তার শারীরিক চাহিদা মেটাবে।
নতুন এই আবিষ্কার পরের বছরের প্রথম দিকে বাজারে আনতে চলেছে উৎপাদনকারী সংস্থা। সংস্থার দাবি, এতদিন পর্যন্ত ‘সেক্স ডল’ গুলির সীমাবদ্ধতা ছিল। কিন্তু, বাস্তব ও কল্পনার ফারাক আনেকটাই মেটাতে সক্ষম হবে বিজ্ঞানের এই নয়া আবিষ্কার।
বিডি প্রতিদিন/০১ নভেম্বর ২০১৬/হিমেল-১১