প্রচলিত তথ্যে বলা হয়ে থাকে, বন্ধু পল গগ্যাঁর সঙ্গে উত্তপ্ত বাদানুবাদের এক পর্যায় নিজের কানে ক্ষুর চালিয়ে দিয়েছিলেন ভ্যান গগ। তবে সম্প্রতি লেখক মার্টিন বেলি তাঁর নতুন বই ‘স্টুডিও অব দ্য সাউথ: ভ্যান গঘ ইন প্রভেন্স’এ দাবি করেছেন, নিজের ভাই থিওর বিয়ের কথা শুনে বিচলিত হয়ে পড়েছিলেন ভ্যান গগ। তার পরেই ১৮৮৮ সালের ২৩ ডিসেম্বর কান কেটে ফেলেছিলেন শিল্পী। মার্টিন বেলি মনে করেন, থিওর বিয়ের খবরে চিন্তায় পড়ে যান গগ। কারণ তার অন্যতম বিশ্বস্ত সঙ্গী ছিলেন থিও। পাশাপাশি ভাইয়ের কাছে থেকে পাওয়া আর্থিক সাহায্যের উপরে নির্ভর করেই নিশ্চিন্তে ছবি আঁকতেন তিনি। গগকে তখনও কেউ চেনতো না। ছবি বেচে আয়ের প্রশ্নই উঠে না।
ভাই বিয়ে করলে শিল্পচর্চার কী হবে, তা নিয়ে দারুণ উদ্বেগ তৈরি হয় গঘের মনে। সেই সময়ে গগ পরিবারের মধ্যে যে সব চিঠি চালাচালি হয়েছিল, সেগুলি ঘেঁটেই এমন সিদ্ধান্তে পৌঁছেন লেখক মার্টিন বেলি। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/এ মজুমদার