মানব দেহে সবচেয়ে লম্বা বিষের যে গ্রন্থিটি রয়েছে, ঠিক তেমনই একটি সাপের বিষে লুকনো রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা। যা মানব দেহের ব্যথা উপশমে খুবই কার্যকর। দক্ষিণ-পূর্ব এশিয়ায় যে সাপকে ডাকা হয় 'কিলার অফ কিলার্স' নামে। সাপটির ইংরেজি নাম 'লং গ্ল্যানডেড কোরাল স্নেক'।
এ ব্যাপারে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. ব্রায়ান ফ্রাই জানান, বেশিরভাগ সাপের বিষ মানবদেহে ধীরে কাজ করে। এতে আস্তে আস্তে আপনার শরীর অবশ হয়ে পড়বে, আপনার ঘুম পাবে এবং এক সময় আপনি মারা যাবেন। তবে 'কিলার অব কিলার্স' নামের এই সাপটির বিষ কাজ করে খুবই দ্রুত। কারণ এই সাপ তার মতোই অন্য বিষধর সাপদেরও খেয়ে থাকে। আর মানব দেহে সাপের বিষ কাজ করতে দেরি হলেই বিপদ।' সূত্র: বিবিসি।
বিডি-প্রতিদিন/এ মজুমদার