বাংলাদেশে বা ভারতের হলুদ রঙের তরমুজ দেখে বিদেশিরা হয়তো অবাক হতে পারেন। যেহেতু এখনো এমন ফল সারবিশ্বে তেমন সচরাচর দেখা যায় না। তবে আরব দেশে তরমুজ বাইরে থেকে দেখতে ছবির তরমুজটির মতোই মনে হয়। কিন্তু এই হলুদ তরমুজ দেখে আরব দেশের মানুষ যে শুধু অবাক হয়েছে তা নয়, রীতিমতো ভয়ও পেয়েছেন। হলুদ তরমুজটির গায়ে আরবি ভাষায় লেখাও রয়েছে। তাছাড়া তরমুজের পাশেই মিলেছে নখ। আর এতেই এই তরমুজকে ঘিরেই শুরু হয় যায় আতঙ্ক! এটি বোমা নয় তো?
শারজা পুলিশ ওই আরবি লেখা তরমুজের একটি ভিডিও প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা দুবাইবাসীদের চর্চার মূল বিষয় হয়ে উঠেছে। এমনিতেই আরব আমির শাহীতে ব্ল্যাক ম্যাজিকের প্রচলন রয়েছে। অনেকের মতে আরবি লিখিত এই হলুদ তরমুজটি ব্ল্যাক ম্যাজিকের কোন বিষয় হতেও পারে! যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই তরমুজে ভয়ের কোন কারণ নেই।
বিডি-প্রতিদিন/এ মজুমদার