বর্তমান প্রজন্মের কাছে সেলফি অন্যতম স্মার্ট একটি বিষয়। কিন্তু এই সেলফি তুলতে গিয়ে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা। আর এই সেলফি তুলতে গিয়ে ফের আরেকটি একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে মিশরের পোর্ট সৈয়দে।
সেলফি তোলার সময় চারতলা থেকে পড়ে গেছে দুই কিশোরী। আশংকাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই কিশোরীর একজন রাওয়ান আল-সাইয়েদ হাসান এবং অপরজন সারাহ লতিফ। তাদের দুজনের বয়সই ১৫ বছর।
হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তাদের দুজনের অবস্থাই আশংকাজনক। পরে তাদের একজনকে কায়রোর নুজহা ইন্টারন্যাশনাল হাসপাতাল এবং অপরজনকে জালা মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার তদন্ত করতে যেয়ে পুলিশ জানতে পারে যে, এই দুই কিশোরী চারতলার বেলকনিতে সেলফি তোলার চেষ্টা করছিল। এসময় ভারসাম্য ধরে রাখতে না পেরে তারা নিচে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শী আহমদ সামি নিউজ চ্যানেল আল-আরাবিয়া-কে ঘটনার বর্ণনায় বলেন, পোর্ট সৈয়দের মোহাম্মদ আলি সড়কে হাঁটার সময় নিচে পড়ে যাওয়া দুই কিশোরীর আর্তনাদের শব্দে চমকে ওঠেন তিনি। আশপাশের লোকজন এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পোর্ট সৈয়দ সরকারি হাসপাতালে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/১৬ নভেম্বর, ২০১৬/তাফসীর-৫