বৃহস্পতিবারই ৯০ বছরে পা দিয়েছেন তিনি। ভাবলেন, আর ক'দিন বা বাঁচবেন। তাই আগেই নিজের কবর খুঁড়ে কানাড়া জুড়ে সাড়া ফেলে দিয়েছেন জিমি কিকহ্যাম নামের দেশটির এক বৃদ্ধ। খবর বিবিসির।
এ বিষয়ে জিমি কিকহ্যাম বলেন, "শুরুতে পুরোহিতের কাছে যায়। পরে যারা মরদেহ সৎকার করেন, তাদের কাছে যায়। কবরের মাপজোক হলো। এরপর নিজেই কবর খোঁড়ার কাজ শুরু করি।''
তবে কবর খোঁড়া কিন্তু তার নতুন নয়। কারণ এই কাজ করা যে তার পেশা। গত ৬০ বছর ধরেই তিনি কবর খুঁড়ছেন। হঠাৎ তিনি সিদ্ধান্ত নিলেন এত কবর খুঁড়েছেন জীবনে এখন নিজেরটাও তিনি নিজেই খুঁড়বেন।
যদিও পরিবারের সদস্যদের যখন কথাটা বললেন তারা বিষয়টাতে বাধ সাধলেন। শেষমেশ সবাইকে রাজি করাতে পেরেছেন। তবে কবরটা এখন খালিই পড়ে আছে। আর সুস্থভাবে হেঁটে জীবনকে এখনও উপভোগ করছেন জিমি কিকহ্যাম।
বিডি-প্রতিদিন/১৭ নভেম্বর, ২০১৬/মাহবুব