সত্তর বছরের বিবাহিত জীবন শেষ হয়ে গেল মাত্র ৪ মিনিটেই। রাসেল নামক এক বৃদ্ধ দীর্ঘদিন যাবত স্মৃতিভংশ রোগে ভুগছিলেন৷ কাগজে কলমে তার বয়স ছিল ৯৩ বছর৷ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি৷
কিন্তু সম্প্রতি তিনি তার স্ত্রীকেও চিনতে পারছিলেন না৷ ৯১ বছর বয়সে এসে স্বামীর তরফ থেকে এমন প্রত্যাখান পেয়ে মর্মাহত তার স্ত্রী৷ আর তারপরেই সেই শোকে তিনিও অসুস্থ হয়ে পরেন৷ আর তারপরই মারা যান তিনি৷
কিন্তু স্ত্রী এর মৃত্যুটা হয়তো অসুস্থতার মধ্যেও আঁচ করতে পেরেছিলেন তার স্বামী৷ তাই স্ত্রীয়ের মৃত্যুর ঠিক চার মিনিট কাটতে না কাটতেই মৃত্যুর কোলে ঢলে পরলেন রাসেল৷
রাসেলের পরিবার সূত্রে জানা গেছে, তার স্ত্রী ভেরা তাকে রোজই দেখতে যেতেন৷ কিন্তু শেষ কিছুদিন ধরে আর তাকে চিনতে পারছিলেন না তার স্বামী৷ এই নিয়ে ভেরা মানসিক অবসাদেও ভুগছিলেন৷ এমনকি শেষ নিশ্বাস ত্যাগ করার আগে অবধিও তিনি তার স্বামীর কথাই জিজ্ঞেস করেছেন৷
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ভেরা এবং রাফেল গাঁটছড়া বাঁধে৷ তারপর থেকে কেউ কারও হাত এক মুহূর্তের জন্যও ছাড়েননি৷ এমনকি মৃত্যুটাও তাদের একসঙ্গেই হল৷ ভালোবাসার টান হয়তো এতটাই মজবুত৷ বিশ্বের ভালোবাসার ইতিহাসে খোদাই হয়ে থাকবে এই ব্রিটিশ দম্পতির গল্প৷