পৃথিবীতে এক গ্রহাণু আছড়ে পড়ার পর ডায়নোসরের মতো প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। তাই যে কোনো বড় আকারের গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাওয়া মানেই মারাত্মক বিপদের মুখোমুখি হওয়া।
সম্প্রতি এ ধরনের এক বিপজ্জনক গ্রহাণুর পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার খবর জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (নাসা)।
গ্রহাণুটি পৃথিবীর ১.৭ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে অতিক্রম করবে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গ্যালাক্সি মনিটর।
নাসা জানিয়েছে, ২০১৪জেও২৫ নামে একটি গ্রহাণু এ মাসের শেষ দিকে পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। এটি প্রস্থে ১.৪ কিলোমিটার। ১৯ এপ্রিল এটি পৃথিবীর সবচেয়ে কাছে আসবে। এ সময় এটি ৪.৬ লুনার ডিসটেন্স দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে। উল্লেখ্য, এক লুনার ডিসটেন্স ৩,৮৪,৪০২ কিলোমিটার।
এর আগে ২০০৪ সালের সেপ্টেম্বরে পৃথিবীর কাছ দিয়ে গিয়েছিল এ ধরনের এক গ্রহাণু। সেটির নাম ছিল ৪১৭৯ টিউটোরিয়াটিস।
নিকট ভবিষ্যতে কোন কোন গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে যাবে, তার একটি তালিকাও তৈরি করেছেন গবেষকরা।
তারা জানিয়েছেন, ২০২৭ সালের আগ পর্যন্ত এটি হচ্ছে পৃথিবীর পাশ দিয়ে যাওয়া সবচেয়ে বড় গ্রহাণু। ২০১৪জেও২৫ নামে গ্রহাণুটি আবিষ্কৃত হয়েছে ২০১৪ সালে। মাউন্ট লেমন সার্ভে অবজারভেটরির গবেষকরা এটি আবিষ্কার করেন।
বিডি প্রতিদিন/৫ এপ্রিল ২০১৭/এনায়েত করিম