'কালা জাদু' করতেন স্বামী-স্ত্রী। এই অভিযোগ তুলে জীবন্ত পুড়িয়ে মারা হল এক দম্পতিকে। ভারতের তেলেঙ্গানার সিদ্দিপেট জেলার দুব্বক শহরে এই ঘটনা ঘটেছে। মৃতরা হলেন নাম কাদাভেরলু সুদর্শন (৫৬) এবং তার স্ত্রী রাজেশ্বরী (৫২)। এই ঘটনায় সুর্দশনের দুই ভাই শ্রীনিবাসুলু ও মাল্লেশ্যামের নাম জড়িয়েছে।
সিদ্দিপেটের পুলিশ কমিশনার জানান ভি শিবাকুমার জানান, স্থানীয়দের কয়েকজনের অভিযোগ, সুদর্শন জাদু চর্চা করতেন। এলাকার এক শিশু ও একটি ষাঁড় মারা যাওয়ার পর এলাকাবাসীর সন্দেহ আরও প্রকট হয়। এরই মধ্যে শ্রীনিবাসুলু বুধবার রাতে আচমকাই রাস্তায় নেমে চেঁচামেচি শুরু করে। তিনি দাবি করেন, তার দাদার মধ্যে কোনও ভৌতিক ক্ষমতা কাজ করছে। এরপরই সুর্দশন ও তাঁর স্ত্রীকে মারধর করা হয়। পরদিন সকালেই দুব্বক পুলিশের দ্বারস্থ হন ওই দম্পতি। দুই ভাইকে মুখোমুখি বসিয়ে সমস্যার সমাধানও করা হয়।
কিন্তু এরপরই রাতে শ্রীনিবাসুলু ও মাল্লেশ্যাম ওই দম্পতির বাড়িতে ফের হামলা চালায়। রাস্তায় টেনে বের করে আনে স্বামী-স্ত্রীকে। সকলের সামনেই গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায়। সুদর্শনের দুই সন্তান রেনুকা ও শ্রীধর বাবা-মাকে বাঁচাতে গেলে তাদের উপরও চড়াও হয় অভিযুক্তরা। তারা কোনওমতে প্রাণে বেঁচে পুলিশকে খবর দেয়। ততক্ষণে অবশ্য শরীরের নব্বই ভাগই পুড়ে গিয়েছে ওই দম্পতির। গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ ০৮ এপ্রিল, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০