দন্ত চিকিৎসক আপনার মুখের সামনে একটি ইলেকট্রিক ড্রিল ধরে রয়েছেন। আপনার দাঁতের ফিলিং করা হবে। এতেই আঁতকে উঠবেন যে কেউ। তারপরও আপনার কপাল ভালো, প্রাগৈতিহাসিক আমলে এ ঘটনা ঘটলে হয় ওই চিকিৎসকের হাতে থাকতো পাথরের তৈরি কোনো যন্ত্র।
কিন্তু সেই আমলে দাঁত ফিলিংয়ের চিকিৎসাবিজ্ঞনের কথা স্বপ্নেও ভাবেন না কেউ। কিন্তু এক প্রত্নতাত্ত্বিক সাইটে বিজ্ঞানীর প্রাগৈতিহাসিক সময়ের মানুষের দাঁত খুঁজে পেয়েছেন। তার দাঁতের বিভিন্ন সমস্যা নিরাময়ের চেষ্টা করা হয়েছিল। এমন লক্ষণগুলো এখনো স্পষ্ট। ভাবাই যায় না, সেই সময় দাঁতের ক্ষয় বের করে ফেলা হতো, ফুটো মৌমাছির মোম দিয়ে পূরণ করা হতো, মাড়ির প্রদাহ দূর করতে দেওয়া হতো বিশেষ চিকিৎসা এর বাতিল দাঁতও তুলে ফেলার ব্যবস্থা ছিল।
ইতালির এক বরফ যুগের সময়কার এলাকায় মানুষের এমন দাঁত খুঁজে পাওয়া গেছে যা কিনা দন্ত চিকিৎসার সবচেয়ে পুরনো উদাহরণ হতে পারে। পুরাতত্ত্ববিদরা মাটি খুঁড়ে এক মানুষের কঙ্কাল পান। ইতালির উত্তরে লুক্কার কাছে রিপারো ফ্রেডিয়ানে পাওয়া ওই মানুষের কঙ্কালটি ১৩ হাজার বছর আগেকার। ওই ব্যক্তির দুটো দাঁত ফিলিং করা হয়েছিল।
ওই দাঁতে কৃত্রিম ফুটো খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। হাতে তৈরি কোনো যন্ত্র দিয়ে দাঁতে ছিদ্র করা হয়। বরফ যুগের এই মানুষটি দাঁতের ভেতরের অংশে কোনো সংক্রমণে ভুগছিলেন। তখন সেই ক্ষয়প্রাপ্ত টিস্যুকে ছিদ্র করে বের করে আনা হয়েছিল।
ইউনিভার্সিটি আব বোলোগনার পুরাতত্ত্ববিদ স্টেফানো বেনাজ্জি জানান, এত পুরনো আমলে দাঁতের সমস্যা নিরাময়ের চিকিৎসার উদাহরণ মিলবে তা কখনোই ভাবা হয়নি। এই ব্যক্তির দাঁত ফিলিং করা হয়েছিল। এর আগে ১৪ হাজার বছরের পুরনো দাঁত খুঁজে পাওয়া যায় উত্তর ইতালির ভিলাব্রুনাতে। কিন্তু সেখানে চিকিৎসা প্রদানের কোনো চিহ্ন মেলেনি।
সূত্র : ফক্স নিউজ
বিডি প্রতিদিন/২৬ এপ্রিল, ২০১৭/ ই জাহান