স্বাস্থ্য সচেতন মানুষরা নিয়মিত ব্যায়াম করেন। সময় পেলে ছুটে যান শরীরচর্চা কেন্দ্রগুলোতে। তাই তাদের স্বাস্থ্যের যত্নে নানা ধরনের সেবা বাড়ানো হয়েছে। ব্যায়াম করতে করতে যারা ক্লান্ত হয়ে পড়বেন, তাদের ঘুমের ব্যবস্থা করেছে চেইন ডেভিড লয়েড নামে একটি ব্যায়ামাগার।
সেখানে রীতিমতো একেক জন একটি খাটে শুয়ে টানা ৪৫ মিনিট ঘুমিয়ে নিতে পারবেন। যারা সকালে বা দুপুরের আগ দিয়ে ব্যায়াম করতে যান তারা এ সুবিধা পেতে পারেন।
ডেভিড লয়েডের এক মুখপাত্র জানান, আমরা আসলে সেবার মান বৃদ্ধির জন্য সব সময় নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করি। কোনো ব্যায়ামাগারে ঘুমানো স্থান থাকা দৃষ্টিকটু লাগতে পারে। কিন্তু ব্যায়ামের পাশাপাশি বিশ্রাম যে কত জরুরি তা বলার অপেক্ষা রাখে না। তাই আমরা এখানে প্রয়োজনে ঘুমের ব্যবস্থা করেছি।