শ্রাদ্ধের আয়োজনে দই, চিড়ে, চাল, কলা ,পুরোহিতের মন্ত্রোচ্চারণ, যজ্ঞ কোনও কিছুই বাদ গেল না। শাস্ত্র মেনেই শ্রাদ্ধ হল গন্ডারের। ভারতের পশ্চিমবঙ্গের গরুমারায় গন্ডার হত্যা নিয়ে লাটাগুড়িতে এই অভিনব প্রতিবাদ সমাজ ও নদী বাঁচাও কমিটি নামে একটি সংগঠনের।
সম্প্রতি রাজ্যটির গরুমারার জঙ্গলে দু’টি গন্ডারের মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরই শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। সংগঠনের আহ্বায়ক সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, ‘‘বন্যপ্রাণীরা আমাদের জন্যই বেঁচে থাকে। কিন্তু দুর্ভাগ্য, তাদের রক্ষার দায়িত্ব যাঁদের, তাঁদের গাফিলতিতেই গরুমারায় দু’টি গন্ডার মারা গেল।’’
গোটা ঘটনার জন্য রাজ্যটির বন রক্ষার দায়িত্বে থাকা উচ্চ কর্মকর্তাদের থেকে শুরু করে নীচু তলা পর্যন্ত সবাইকে অপসারিত করার দাবিও তোলে সংগঠনটি।
সূত্র: কলকাতা টোয়েন্টিফোর
বিডি প্রতিদিন/ ২ মে, ২০১৭/ই-জাহান