শুধু শত্রুদমন নয়, চোর ধরাও কাজ বাহুবলীর। তার জন্যই ধরা পড়ে গেল এক কুখ্যাত চোর। একের পর এক এটিএম থেকে টাকা চুরি করেও দিনের পর দিন গা ঢাকা দিয়ে ঘুরছিল সম্ভব আচার্য নামে এক চোর। বাহুবলী দেখতে এসে ধরা পড়ে গেল সে।
ভারতের ওড়িশার ভুবনেশ্বরের ঘটনা এটি। প্রায় ৫০টি এটিএম থেকে চুরির অভিযোগ রয়েছে সম্ভবের বিরুদ্ধে। কিন্তু কোনওভাবেই বাগে পাওয়া যাচ্ছিল না তাকে। কিন্তু দেশজুড়ে যে বাহুবলীর যে জনপ্রিয়তা, তাতে আর লুকিয়ে থাকতে পারেনি সম্ভব। ভুবনেশ্বরের একটি সিনেমা হলে টিকিট কেটেছিল সে। সিনেমা দেখতে ঢোকার সময় পুলিস গ্রেফতার করে তাকে।
ওড়িশা পুলিসের তরফ থেকে জানানো হয়েছে, ‘২০০৭ সাল থেকে এটিএম থেকে চুরি করে যাচ্ছিল সম্ভব। রাজ্যের এমন কোনও জেলা নেই যেখান থেকে সে চুরি করেনি। অবশেষে ওকে গ্রেপ্তার করা সম্ভব হল। কী কৌশলে সম্ভব চুরি করত, সেটা জেনে ব্যাংক কর্তৃপক্ষকে জানাবো আমরা। আশা করছি এতে ব্যাঙ্কের সুরক্ষা আরও মজবুত হবে।’