ভারতের উত্তর প্রদেশের বারাইচ এলাকার দানিশ নামের এক ব্যক্তি মৌখিক তিন তালাকের ‘মন্ত্রে’ তিন জন স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটিয়েছে। বয়স মাত্র তিরিশ বছর। এরই মধ্যে তিনটি বিয়ে করে স্ত্রীদের ছেড়েও দিয়েছে! এরপর সম্প্রতি চতুর্থ বিয়ে করতে যাচ্ছিলেন ওই ব্যক্তি। কিন্তু সাবেক তিন বউ একজোট হয়ে পুলিশে গিয়ে অভিযোগ জানায়। ‘জামাই বাবু’ এখন দৌড়ের ওপর। সাবেক তিন স্ত্রীর মুখে জানা গেল তার আরও নানা অপকর্মের কথা।
অভিযোগে জানা গেছে, প্রথম স্ত্রীকে বিয়ের কয়েক মাসের মাথায় মৌখিক তিন তালাকে তাকে ত্যাগ করে দানিশ নামের ওই ব্যক্তি।
থানায় করা অভিযোগে প্রকাশ, বনিবনা না হলে দিনেশ তার প্রথম স্ত্রীর আপত্তিকর এমএমএস ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে স্ত্রী ও শ্বশুর পক্ষকে ব্ল্যাকমেইল করে। তাদের কাছ থেকে অর্থ আদায় করে সে এভাবে। পরে একপর্যায়ে মৌখিক তিন তালাকে ছেড়ে দেয় ওই স্ত্রীকে। এরপর দ্বিতীয় বিয়ে করে। এই বিয়ে একবছর টেকে। দ্বিতীয় স্ত্রীকেও মৌখিক তালাকে বিদায় করে। ২০১৬ সালের ২৪ অক্টোবর দিনেশ আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে ১৫ বছর বয়সী এক জ্ঞাতী বোনকে ধর্ষণ করে। পরে নানান ঘটনার সূত্রে তাকে বিয়ে করে সে। এখানেও সে অশ্লীল এমএমএস কাণ্ড ঘটায় এবং শ্বশুর পক্ষকে হুমকি দেয় তার বিরুদ্ধে গেলে তা ছড়িয়ে দেবে ইন্টারনেটে।
সম্প্রতি সাবেক তিন স্ত্রী জানতে পারে দানিশ ফের বিয়ে করতে যাচ্ছে। বুধবার খালিজ টাইমসের খবরে বলা হয়, দুইদিন আগে পুলিশের অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট দিনেশ ত্রিপাঠির কাছে গিয়ে অভিযোগ করেন, দানিশ ২০১৩ সালে প্রথম বিয়ে করে। এরপর একের পর একে একে বিয়ের নামে অপকর্ম ঘটাতে থাকে, আর ধ্বংস করতে থাকে নিরীহ ওই নারীদের জীবন। অতিরিক্ত সুপারিন্টেন্ডেন্ট দিনেশ ত্রিপাঠি জানান, ঘটনার তদন্ত চলছে। অপরাধীর সন্ধান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার