মশা মারবে বিলবোর্ড! হ্যাঁ, আশ্চর্যজনক হলেও এমন ধারণাকে বাস্তব রূপ দিয়েছে রেকিট বেনকিজার (আরবি), পাকিস্তান। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডন।
কিন্তু কিভাবে মশা মারে বিলবোর্ডটি? এ প্রসঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিলবোর্ডটি শুধু বিলবোর্ডই নয়। এর ভেতরে বেশ কয়েকটি যন্ত্রপাতি বসানো হয়েছে মশা মারার জন্য। এতে রয়েছে একটি ফ্যান। এ ফ্যানের কাছাকাছি কোনো মশা আসলেই তাকে টেনে নিয়ে একটি নির্দিষ্ট স্থানে আটকে ফেলা হয়। এরপর মশাটি সেখানেই মারা যায়।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, মশা নিধন এবং দেশটিতে ডেঙ্গু রোগ নিরাময়ে ভূমিকা রাখবে এই বিলবোর্ড। এছাড়া, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে এ বিলবোর্ড স্থাপিত হয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। এসব স্থানের মধ্যে রয়েছে ইসলামাবাদ, করাচি ও লাহোর।
উল্লেখ্য, পাকিস্তানে ডেঙ্গুর আক্রমণ মারাত্মক হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন কারণে মশা বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণ ছাড়া রোগটি নিরাময়ের অন্য কোনো উপায় নেই। আর সেজন্যই মশা মারতে এ অভিনব বিলবোর্ড।
বিডি-প্রতিদিন/০৪ মে, ২০১৭/ওয়াসিফ