মায়ের কাছে তার সন্তানের কদর কত বেশি সেটা নতুন করে বলার কিছু নেই। অথচ ভারতের গোয়ায় নিজের নাবালিকা মেয়েকে জোর করে দেহব্যবসায় নামিয়েছেন এক ঘৃণ্য মা। এর জন্য তাকে অবশ্য শাস্তিও পেতে হচ্ছে।
অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৭ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল গোয়ার শিশু আদালত। একই সঙ্গে অনৈতিক পাচার প্রতিরোধ আইন এবং গোয়া শিশু আইনে কারাদণ্ডের পাশাপাশি ওই নারীর এক লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
২০০৪ সালে গোয়ার ভাস্কো শহরে একটি একটি ফ্ল্যাটে পুলিশি অভিযানে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়। সেই সময় তাঁর বয়স ছিল ১৬ বছর। ওই ফ্ল্যাটের মালিক ছিলেন এক নারী। তিনি পালিয়ে যান। পরে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে এক জনকে গ্রেফতার করে পুলিশ। তবে দু'জন অভিযুক্ত এখনও পলাতক। ১১ জনের সাক্ষ্য গ্রহণের পর রায় দিয়েছে আদালত। সূত্র: এবিপি আনন্দ
বিডি-প্রতিদিন/০৭ মে, ২০১৭/মাহবুব