চেয়েছিলেন সবচেয়ে বেশি বয়সে হিমালয়ে চড়ার রেকর্ড গড়তে। তাই বয়সের তোয়াক্কা না করেই ৮৫ বছরের বৃদ্ধ শেরপা মিন বাহাদুর ফের হিমালয় অভিযানে নেমে পড়েন। কিন্তু বৃদ্ধ বয়সে বাহাদুরের বাহাদুরি আর দেখানো হল না।
শনিবার হিমালয়ের বেস ক্যাম্পেই মৃত্যুর কোলে ঢলে পড়েন নেপালের এই অশীতিপর মানুষটি।
২০১৩ এর আগে পর্যন্ত এই রেকর্ডটি অবশ্য মিন বাহাদুর শেরচানেরই ছিল। ২০১৩ তে জাপানি পর্বতারোহী যুইচিরো মিউরা সেই রেকর্ড ভেঙে দেন। হারানো শিরোপা পুনরুদ্ধারেই নেপালের এই শেরপা বৃদ্ধ মানুষটি ফের হিমালয় অভিযানের সিদ্ধান্ত নিয়েছিলেন।
নেপাল পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জ্ঞানেন্দ্র শ্রেষ্ঠা জানিয়েছেন, ১৭,৬০০ ফুট উঁচুতে হিমালয়ের বেস ক্যাম্পে শনিবার বিকেল ৫.১৪ মিনিটে মারা যান মিন বাহাদুর।
সাবেক সেনা সদস্য মিন বাহাদুর ২০০৮ সালে বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে সর্বোচ্চশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেন। তখন তার বয়স ছিল ৭৬। কিন্তু পাঁচ বছরের মধ্যেই সেই রেকর্ড হাতছাড়া হয়ে যায়। আশি বছর বয়সে ৮,৮৪৮ মিটার পিকে উঠে নয়া নজির সৃষ্টি করেন জাপানি পর্বতারোহী।
শেরচানকে নিয়ে এই মৌশুমে হিমালয়ের কোলে দুই পর্বতারোহীর মৃত্যু হল। গত এপ্রিলেই পর্বতের খাড়া ঢাল বেয়ে ওঠার সময় পড়ে গিয়ে মৃত্যু হয় অভিজ্ঞ সুইস পর্বাতারোহী উলেই স্টেকের।