মাঝ আকাশে থাকাকালীনই এক যাত্রী বিমানের দরজা খোলার চেষ্টা করেন। সোমবার রাতে দিল্লি থেকে রাঁচিগামী বিমানে এই ঘটনা ঘটে। ওই যাত্রীকে বাধা দিতে গেলে হাতাহাতির ফলে আহত হন বেশ কয়েকজন যাত্রী এবং কেবিন ক্রু।
এয়ার এশিয়ার I5-546 দিল্লি-রাঁচি-কলকাতা বিমানে এই ঘটনা ঘটে। CISF-এর পক্ষ থেকে জানানো হয়েছে, রাঁচির বাসিন্দা বত্রিশ বছর বয়সি আফতাব আহমেদ এই কাণ্ড ঘটিয়েছেন।
জানা গেছে, রাঁচি বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে হঠাৎ নিজের আসন থেকে উঠে গিয়ে এমার্জেন্সি দরজার হাতল ধরে টানাটানি শুরু করেন। সে সময় বিমানকর্মী এবং কয়েজন যাত্রী তাঁকে বাধা দিতে যান। তাঁদের মারধরও করেন আফতাব।
যদিও এয়ারবাস A-320 বিমানের দরজা শেষ পর্যন্ত খুলতে পারেননি তিনি। না হলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারত।
বিমান অবতরণের পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা নিয়ে এখনও বিমান সংস্থা এয়ার এশিয়ার তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ঘটনার পর রীতিমতো নড়েচড়ে বসেছে এভিয়েশন মন্ত্রক। চলতি মাসে এমন যাত্রীদের একটি তালিকা প্রকাশ করে এঁদের বিমানে ওঠা থেকে বিরত রাখা হতে পারে বলে জানানো হয়।
সূত্র: এইসময়
বিডি প্রতিদিন/ ১১ জুলাই, ২০১৭ / ই জাহান