কোনও তাড়াহুড়ো নেই। ব্যাংকের ভল্ট ভেঙে হাত সাফাইয়ের আগে ধীরেসুস্থে খাবার খেয়ে নিল চোর। একটি ব্যাংকে চুরির ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজে এমনই ছবি দেখতে পাওয়া গেছে বলে জানিয়েছে কলকাতার পুলিশ।
কলকাতার ধর্মতলা মোড়ে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চুরির ঘটনায় গত শনিবার নিউ মার্কেট থানায় চুরির মামলা রুজু হয়েছে। অভিযোগ, ওই দিন রাতে ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ৩০ লক্ষ টাকা চুরি হয়েছে। সেই ঘটনার পর ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ক্যামেরার ফুটেজে দেখা গেছে, একজন ব্যাংকে প্রবেশ করেছিল। তারপর ব্যাংকের ভেতরে খাওয়াদাওয়া করেছে। ঘটনাস্থল থেকে একটি খাবারের প্যাকেট এবং দুটি পানির বোতল উদ্ধার হয়েছে। খাওয়ার পর সে একটু বিশ্রাম নিয়ে ভল্ট ভাঙার কাজ শুরু করে। কাটার দিয়ে ভল্ট ভেঙেছিল সেই ব্যক্তি। তবে চুরির আগে ব্যাংকে বসে সে যেভাবে খাওয়াদাওয়া এবং বিশ্রাম করেছে, তাতে রীতিমতো অবাক তদন্তকারীরা ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যাংকে প্রবেশের মূল ফটক এড়িয়ে পেছনের দিক থেকে গ্রিল ভেঙে চোর প্রবেশ করে থাকতে পারে। কিন্তু বেরনোর পথ সিসিটিভি’র ফুটেজে স্পষ্ট নয় বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ০৪ অক্টোবর, ২০১৭/ তাফসীর