বিচিত্র এক উৎসবে মেতেছে দূর প্রাচ্যের দেশ জাপান। যার নাম ‘হাদাকা মাতসুমি’। বিচিত্র এই উৎসব আসলে কুস্তির।
শুধু সাধারণ কুস্তি বললে ভুল হবে। ৯ হাজারেরও বেশির জাপানি পুরুষ ও শিশু প্রায় নগ্ন হয়ে কুস্তিতে অংশগ্রহণ করেন।
পরনে থাকে শুধু অন্তর্বাস। ওকায়ামা শহরের সাইদাজি মন্দিরে কয়েকশো বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে এই কুস্তি প্রতিযোগিতা।
প্রতিযোগীদের বিশ্বাস এখানে লড়লে আগামী একবছর তাঁদের ভাগ্য প্রসন্ন থাকবে। কুস্তির আগে ঠান্ডা জল ও দুধে স্নান স্নান করানো হয় প্রতিযোগীদের।
মজার কথা হল, এখানে কোনও প্রতিযোগীরই কোনও নির্দিষ্ট প্রতিন্দ্বন্দ্বী থাকেন না। একজনের সঙ্গে কুস্তি লড়তে লড়তেই আর একজনের সঙ্গে লড়াই শুরু করতে পারেন। নগ্ন কুস্তিগীরদের মধ্যে যিনি বিজয়ী হন, তাঁকে মন্দির প্রাঙ্গনে স্বয়ং প্রধান পুরোহিত এসে পুরস্কৃত করেন।
বিডি প্রতিদিন/ ০৪ সেপ্টেম্বর, ২০১৭/ ইমরান জাহান