ভারতের গুজরাট রাজ্যের দলিতরা সামাজিক মাধ্যমে নিজেদের গোঁফসহ ছবি দিয়ে এক অভিনব প্রতিবাদ শুরু করেছে। দলিত সম্প্রদায়ের মানুষ হয়েও গোঁফ অপরাধে তাদের ওপর হামলা চালাচ্ছে উচ্চবর্ণের লোকজন।
গত কয়েকদিনে গোঁফ রাখার অজুহাতে অন্তত চারজন দলিতের ওপরে হামলা চালানো হয়েছে। সন্দেহ করা হচ্ছে আক্রমণকারীরা রাজপুত সম্প্রদায়ের। কারণ তারা মনে করে দলিত শ্রেণির মানুষের গোঁফ রাখার অধিকার নেই।
হামলার শিকার হওয়ার পরেই গুজরাটের দলিতরা সামাজিক মাধ্যমে নিজেদের ছবি বদলে দিতে শুরু করেছেন। ফেসবুকে গোঁফ সহকারে ছবি দিচ্ছেন তারা। সূত্র : বিবিসি
বিডি প্রতিদিন/৫ অক্টোবর, ২০১৭/ফারজানা