অত্যধিক পরিমাণে মাদক নিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন। খবর পেয়ে তাকে বাঁচানোর তোড়জোড় শুরু করে পুলিশ। তার নাকের মধ্যে একটি স্প্রে করে সেই ড্রাগের প্রভাব কাটিয়ে প্রাথমিক বিপদ কাটানো হয়। কিন্তু সুস্থ হয়েই তিনি কিনা খোদ পুলিশের গাড়ি নিয়ে পালিয়ে যান। যদিও শেষ পর্যন্ত তার সেই চেষ্টা সফল হয়নি। সম্প্রতি ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে। আর ২৫ বছরের ওই যুবকের নাম জেরেমি ডেভিস।
জানা যায়, নজরে রাখার জন্য ওই যুবককে অ্যাম্বুলেন্সের মধ্যে রাখা হয়। কিন্তু নজরাধীন অবস্থানেই আচমকা ওই যুবক অ্যাম্বুলেন্স থেকে ঝাঁপ দিয়ে কাছেই দাঁড়িয়ে থাকা একটি পুলিশের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। প্রবল বেগে গাড়ি চালিয়ে দু’মাইল যাওয়ার পরে রাস্তার ধারের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে তার গাড়িটি। যদিও তাতে খুব বেশি আহতও হননি তিনি। তারপর রীতিমতো পায়ে হেঁটেই গা ঢাকা দেন তিনি। পুলিশ তাকে আটকের জন্য এবার উঠেপড়ে লেগেছে।
বিডি-প্রতিদিন/১২ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব