Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ২২ এপ্রিল, ২০১৯ ১৩:১৩

গভীর সমুদ্রে ভাসছে ভূতুড়ে জাহাজ! (ভিডিও)

অনলাইন ডেস্ক

গভীর সমুদ্রে ভাসছে ভূতুড়ে জাহাজ! (ভিডিও)
সংগৃহীত ছবি

গভীর সমুদ্রে ভেসে বেড়াচ্ছে ভূতুড়ে জাহাজ। গভীর সমুদ্রে লেক সুপিরিয়রের কাছে সেখানে ভেসে বেড়াতে দেখা গেছে ওই ভূতুড়ে জাহাজ। জ্যাসন অ্যাসেলিন নামের এক ব্যক্তি পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি করে ইউটিউবে ছেড়ে দেন। রীতিমত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা ঢেউয়ের উপরে ভেসে আছে দুটি প্রকাণ্ড কাঠামো। জ্যাসনের দাবি এটি ভৌতিক জাহাজ। কারণ, লেক সুপিরিয়র ‘জাহাজের কবরখানা’ নামে পরিচিত। এখানে প্রায় ৫৫০টি জাহাজের সলিল সমাধি ঘটেছে। তাদের মধ্যে একটিই কি ভেসে উঠেছে সমুদ্রের জলে?

সেই ভিডিও-


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর  


আপনার মন্তব্য