ঘোড়ার কয়টা পা? ছোট্ট শিশুও এর ভুল উত্তর দেবে না। স্বাভাবিক উত্তর আসবে ৪টি। তবে গুগল বলছে অন্য কথা। বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিনের মতে, ৪ টি নয়, মোট ৬টি পা রয়েছে ঘোড়ার।
তবে গুগল বলছে মানেই তা ঠিক নয়। আদতে এটি গুগলের একটি প্রযুক্তিগত ভুল। সংস্থার তরফে ড্যানি সালিভান জানিয়েছেন, 'আমরা এই সমস্যা সম্পর্কে জানি। এটা খুবই অদ্ভুত সমস্যা। আমাদের টিম এর উপর কাজ করছে।'
নেটিজেনদের একাংশের মতে, ঘোড়ার কয়টা পা গুগলে ব্যাপক সার্চ হয় বলে বিশ্বাসযোগ্য নয়। তাই এই অদ্ভুত সার্চ-রেজাল্টের কারণ কোনো প্রযুক্তিগত ত্রুটি বলেই মনে করা হচ্ছে। যদিও আরেক অংশের মতে, অতিরিক্ত বিশ্বাসযোগ্য কোনো পেজ থেকেই গুগলে এই সমস্যা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর