২১ মে, ২০১৯ ১২:০৮

ডাইনোসরের ডিম খুঁজে পেল একদল শিক্ষার্থী! (ভিডিও)

অনলাইন ডেস্ক

ডাইনোসরের ডিম খুঁজে পেল একদল শিক্ষার্থী! (ভিডিও)

হাঁটতে বের হয়েছিলো কলেজে পড়ুয়া চার শিক্ষার্থী। চীনার জিয়াংজি প্রদেশের গ্রামাঞ্চলে হঠাৎ করেই কাদামাটির মধ্যে কিছু একটাতে পায়ে আঘাত পায় তারা। পরে এক ধরনের 'অদ্ভুত পাথর' দেখতে পায়। এই পাথরগুলোকে উদ্ধার করে স্থানীয় জাদুঘরে নিয়ে যায় ওই চার শিক্ষার্থী।

জাদুঘরে ওই অদ্ভুত পাথরগুলো রাখার পর চিন্তায় পড়েন কর্তৃপক্ষ। রহস্য উন্মোচনে চীনা একাডেমি অব সায়েন্সের বিশেষজ্ঞদের ডাকেন জাদুঘর কর্তৃপক্ষ। পরে বিশেষজ্ঞরা জানান ওইগুলো আসলে পাথর নয়, ডাইনোসরের ডিমের জীবাশ্ম। 

চীনা একাডেমি অব সায়েন্সের বিশেষজ্ঞরা জানান, ডাইনোসর ডিমের জীবাশ্মগুলো ক্রিটেসিয়াস সময়ের। ওই পিরিয়ড শুরু হয় ১৪৫ মিলিয়ন বছর আগে। আর শেষ হয় ৬৬ মিলিয়ন বছর আগে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর